Agricultural University Admission Circular 2023 – ACAS.EDU.BD

Agricultural University Admission Circular 2023 – ACAS.EDU.BD

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2022-2023। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়  2022-2023 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিটি admission-agri.org ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আজকে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষা পধুতি  এবং অনন্যা বিষয় নিয়ে বিস্তারিত আলচনা করা হবে।


Agricultural University Admission Circular 2020-21

২০২০-২০২১  শিক্ষাবর্ষে, কৃষি বিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আপনি যদি সেখানে ভর্তি হতে চান তবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তবে  অবশ্যই আপনাকে তাদের আবেদন যোগ্য হতে হবে। 
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
আবেদন শুরু
আবেদন শেষ
ছবি আপলোড শুরু
প্রবেশপত্র ডাউনলোড https://acas.edu.bd
আসন বিন্যাস প্রকাশ
ভর্তি পরীক্ষার তারিখ
আবেদন ফি
Apply Now

আবেদনের ন্যূনতম যোগ্যতা- 

  • বিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ ও ২০১৮ সালে SSC/ সমমান এবং  / সমমান এবং ২০১৯ ও ২০২০ সালে HSC / সমমান পরীক্ষায় পাস  করতে হবে। অর্থাৎ কৃষি গুচ্ছ পরীক্ষায় 2nd Timer থাকছে। 
  • SSC /সমমান এবং HSC /সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে। যা থাকা আবশ্যক। 
  • SSC, HSC বা সমমান উভয় পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ বিজ্ঞান, উচ্চতর গনিত আলাদা বিষয় হিসাবে থাকতে হবে। 
Written Selection Test-
  • কৃষি গুচ্ছ পরীক্ষা (২০২০-২০২১) ১০০ মার্কের  MCQ প্রশ্নে সম্পন্ন হবে। HSC বা সমমান  পর্যায়ের সর্বশেষ পাঠ্যক্রম অনুসরণে ইংরেজি, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ের উপর প্রশ্ন করা হবে। প্রশ্ন পত্র বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে করা হবে। 
  • প্রতিটি MCQ ভুলের জন্য বরাবরের মত ০.২৫ করে নম্বর কর্তন করা হবে। 

Exam Marks Distribution
SUBJECT NUMBER
English 10
Zoology 15
Botany 15
Physics 20
Chemistry 20
Math 20

মেধা স্কোর নির্ধারণ

MCQ পধুতিতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং SSC/সমমান ও HSC /সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত GPA এর SSC / সমমান হতে ২৫ নম্বর এবং HSC / সমমান হতে ২৫ নম্বর যােগ করে সর্বমােট ১৫০ নম্বরের মধ্যে মেধাক্রম  তৈরি করা হবে।

গুচ্ছ পরিক্ষা পদ্ধতিতে অংশ নেওয়া ০৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অনুষদ/ইস্টিটিউট অনুযায়ী নিম্নে দেওয়া হলো- 

১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  আসন সংখ্যা ১১১৬ 

অনুষদ/ইনস্টিটিউট ডিগ্রির নাম আসন সংখ্যা
ভেটেরিনারি অনুষদ Doctor of Veterinary Medicine (DVM)১৮০
কৃষি অনুষদ BSc.in Agriculture (Honors)৩২০
পশু পালন অনুষদ B.Sc.in Animal Husbandry (Honors) ১৮০
কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ B.Sc. in Agricultural Economics (Honors)১০৬
কৃষি প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদ B.Sc. in Agricultural Engineering ১০০
B.Sc. In food Engineering৫০
B.Sc.in Bioinformatics Engineering৩০
ফিশারিজ অনুষদ B.Sc. in Fisheries (Honors)১২০
ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি B.Sc. in Food Safety Management ৩০

সর্বমোট আসন সংখ্যা = 

১১১৬ 

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়- ৩৩০


অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
কৃষি অনুষদ BS (Agriculture) ১১০
ফিশারিজ অনুষদ BS (Fisheries) ৬০
ভেটেরিনারি মেডিসিন এ্যান্ড এ্যানিমেল অনুষদ DVM (Doctor of Veterinary Medicine) ৬০
কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ BS (Agricultural Economics) ১০০

সর্বমোট আসন সংখ্যা = 

৩৩০

৩. শেরাবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
কৃষি অনুষদ B.Sc. In Agriculture (Hons)৩৮৭
এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ B.Sc. In Agribusiness৭১
B.Sc. In Agriculture Economics (Hons) ৭১
এ্যানিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ B.Sc. in Veterinary Science and Animal Husbandry (Hons) ১১৪
ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সাইন্স অনুষদ B.Sc. in Fisheries (Hons)৬১

সর্বমোট আসন সংখ্যা =  

৭০৪

৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
ভেটিরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ Doctor of Veterinary Medicine (DVM) ১০০
কৃষি অনুষদ B.Sc. In Agriculture (Hons) ৮৮
মাৎসবিজ্ঞান অনুষদ B.Sc. In Fisheries (Hons)৭৫
কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ B.Sc. In Agricultural Economics (Hons) ৬৪
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ B.Sc. In Agricultural Engineering ৬৪
বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ B.Sc. In Biotechnology and Genetic Engineering (Hons) ৪০

সর্বমোট আসন সংখ্যা =  

৪৩১

৫. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
কৃষি অনুষদ B.Sc. In Agriculture (Hons) ২২৭
মাৎস্যবিজ্ঞান অনুষদ B.Sc. In Fisheries (Hons)৭২
এ্যানিমেল সায়েন্স এ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ Doctor of Veterinary Medicine (DVM)৭২
B.Sc. In Animal Husbandry (Hons)৭২

সর্বমোট আসন সংখ্যা =   

৪৪৩

৬. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
ভেটেরিনারি মেডিসিন অনুষদ Doctor of Veterinary Medicine (DVM)১০০
ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদ B.Sc. In Food Science and Technology (Hons) ৮০
ফিশারিজ অনুষদ B.Sc. In Fisheries (Hons)৬৫

সর্বমোট আসন সংখ্যা = 

২৪৫

৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

অনুষদ ডিগ্রির নাম আসন সংখ্যা
ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ B.Sc. In Veterinary Science and Animal Husbandry৩০
এগ্রিকালচার অনুষদ B.Sc. In Agriculture (Hons)৩০
ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ B.Sc. In Fisheries (Hons) ৩০
এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রি বিজনেস স্টাডিজ অনুষদ B.Sc. In Agricultural Economics (Hons) ৩০
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ B.Sc. In Agricultural Engineering ৩০

সর্বমোট আসন সংখ্যা = 

১৫০

সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ টি আসন রয়েছে । এক নজরে সব কয়টি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা 
ক্রমিকবিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১১১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ৩৩০ 
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ৭০৪ 
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ৪৩১ 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪৪৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ২৪৫ 
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ১৫০ 
সর্বমোট ৩৫৫৫  

আবেদনের নিয়মাবলী

১/ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবেদন সংক্রান্ত সকল তথ্য https://acas.edu.bd/s ওয়বসাইটে পাওযা যাবে। Website- এর ভর্তি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

২/ মোবাইল নম্বর হিসেবে নিজের মোবাইল নম্বর প্রদান করতে হবে। SMS এর মাধ্যমে পিন/লগইন পাসওয়ার্ড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য উক্ত নাম্বারে দেওয়া হবে।

৩/ কোটায় আবেদনকারীদের কোটা সংক্রান্ত সনদ এর স্ক্যান কপি অনলাইনে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপ্লোড করতে হবে। তবে কোটায় আবেদন না করলে কোটার ঘরে ‘সাধারণ’ নির্বাচন/ সিলেক্ট করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ১২০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি বিকাশ, নগদ বা রকেট এর মাধ্যমে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক জমা দিতে হবে। তাৎক্ষণিকভাবে ফি জমা দিতে না পারলে আবেদনের শেষ তারিখের মাধ্যে তা জমা দিতে পারবে। 

বিগত বছরে মোট আসন সংখ্যার ১০ গুণ প্রার্থীকে SSC/সমমান ও HSC /সমমান পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তি মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হত, তাই যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না, তাদেরকে আবেদন সংক্রান্ত প্রসেসি ফি বাবদ ৩০০/- টাকা কেটে রেখে অবশিষ্ট ৭০০/- টাকা ফেরৎ দেওয়া হত। এজন্য আবেদনের সময় অনলাইন ফরমের নির্ধারিত স্থানে নগদ, বিকাশ বা রকেট এর অবশ্যই একটি নিজস্ব একাউন্ট নম্বর দিতে হবে, যার মাধ্যমে আবেদনকারীকে টাকা ফেরৎ দেওয়া হবে।

আবেদন ফি এবং ভর্তি জমাদানের প্রক্রিয়া

১/ ভর্তি পরীক্ষার Website Payment পদ্ধতি হিসেবে Nagod , Bkash বা Rocket এর যেকোন একটি মাধ্যমকে সিলেক্ট করলে যে স্ক্রিন/ইন্টারফেস আসবে তাতে মোবাইল ব্যাংকিং একাউন্টের নম্বর দিতে এবং শরতাবলীতে সম্মতি দিয়ে Next ধাপে যেতে হবে।

২/ উক্ত মোবাইল একাউন্ট নম্বরে SMS এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড বা OTP আসবে। সেটি পেমেন্ট স্ক্রিন/ইন্টারফেস এ ইনপুট দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

৩/ এরপর একাউন্ট নম্বরের পিন দিতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন SMS পাওয়া যাবে।

Related Tags: agriculture admission, agriculture university admission, agriculture admission 2022, agri admission, maha agri admission, cluster agriculture admission, krishi university admission, admission agri, agriculture spot admission, diploma agri admission, agricultural engineering admission, cluster system admission in agricultural degree offering, nduat admission 2022, chandra shekhar azad university admission 2022, agriculture admission after 10th, agriculture admission fees, agriculture university apply 2022, agriculture university admission 2022, mnsuam admission 2022, diploma in agriculture admission 2022, bgsauca, diploma agriculture admission 2022, 7 agriculture university admission, agriculture admission circular 2022, krishi admission, agricultural university admission circular 2022, gst agriculture admission, jceceb agriculture 2022
Agriculture is an essential part of our lives, providing us with food, fiber, and fuel. As such, the need for qualified and skilled professionals in this field is ever-increasing. To meet this demand, Bangladesh Agricultural University, one of the top agricultural universities in Bangladesh, has released its admission circular for the academic year 2023-24.
The admission circular for Bangladesh Agricultural University can be found on the official website of the Agricultural University Admission System (ACAS) at acas.edu.bd. The circular includes all the necessary information regarding the admission process, eligibility criteria, and application requirements.

1/Post a Comment/Comments

  1. অটো পাসে জিপিএ কমানো উচিত ছিল

    ReplyDelete

Post a Comment