ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি Private বিশ্ববিদ্যালয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ফজলে হাসান আবেদ। এটি ২০০১ সালে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ১৯৯২ এর অধিনে ব্র্যাক সংস্থার শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়।
Official Website : www.bracu.ac.bd
Notice
BRAC University তে স্নাতক শ্রেণিতে ভর্তি আবেদন করতে ১৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আপনি অনলাইনে টাকা পরিশোধ করতে নিচের মাধ্যম গুলো ব্যাবহার করতে পারবেন-
বিকাশ, Dhaka Bank Ltd, One Bank Ltd, Southeast Bank Ltd, Brac Bank Ltd, Prime Bank Ltd।
Note:- আবেদন ফি অফেরত যোগ্য।
আবেদনের শেষ তারিখ | ৪ অগাস্ট ২০২১ |
ভর্তি পরীক্ষার তারিখ | ৮ অগাস্ট ২০২১ |
আবেদন ফি | ১৫০০ টাকা |
Current Season | Summer 2021 |
আবেদনের লিংক | www.bracu.ac.bd |
আবেদনের ন্যূনতম যোগ্যতা-
প্রতি বছরের ন্যায় এ বছরও BRAC University আবেদনের কিছু সিমাবদ্ধ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যা নির্ধারণ করেছেন BRAC University ভর্তি কমিটি। BRAC University ভর্তির নুন্যতম যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-
- বাংলাদেশ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম GPA-৩.৫ এবং HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম GPA-৩.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- স্কেল অনুযায়ী (A = 5, B-4, C = 3 & D = 2) পাঁচটি বিষয়ে O- লেভেলে ন্যূনতম CGPA - 2.5 এবং O- লেভেল দুটি বিষয়ে আলাদাভাবে। E গ্রেড সহ বিষয় বিবেচনা করা হবে না
- যে সকল শিক্ষার্থীরা Reputed School থেকে ১২ বছর শিক্ষা জীবন পুরন করছেন তারা আবেদন করতে পারবেন । তবে আবেদনের পূর্বে অবশ্যই admission@bracu.ac.bd এর মাধ্যমে যোগাযোগ করুন।
- যে সকল প্রাথিরা IB-DP সম্পূর্ণ করেছেন , তাদের IB-DP তে ন্যূনতম যোগ্যতা Score 24 থাকতে হবে।
- যেসব প্রার্থীরা বাংলাদেশের বাইরের স্কুলে পড়ালেখা শেষ করেছেন, তাদের ইনস্টিটিউট / পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্ববর্তী একাডেমিক ডকুমেন্টের যাচাইকৃত / সত্যায়িত কপি এবং ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড, ঢাকা থেকে সমমানের সার্টিফিকেট জমা দিতে হবে।
- GED is not acceptable.
Academic requirements (Pharmacy Department)
ফার্মেসি Department এ ভর্তি আবেদন করতে প্রতিটি আবেদনকারীকে নিচে উল্লিখিত আবেদন যোগ্যতা গুলো থাকতে হবে। চলুন আবেদন যোগ্যতা গুলো জেনে নেওয়া যাক-
- ফার্মেসি Department এ আবেদন করতে হবে একজন প্রার্থীকে SSC/ "O" Level বা সমমান পরীক্ষায় এবং HSC/ "A" Level বা সমমান পরীক্ষায় Minimum GPA- 7.00 থাকতে হবে ( মোট 10 এর স্কেলে)
- ফার্মেসি Department এ আবেদনকৃত শিক্ষার্থীদের অবশ্যই SSC/ "O" Level বা সমমান পরীক্ষায় এব HSC/ "A" Level বা বিজ্ঞান Group সমমান স্বীকৃত পরীক্ষায় Minimum GPA- ৩.০০ থাকতে হবে ( মোট ৫ এর স্কেলে)
- আবেদনকৃত প্রার্থীকে অবশ্যই HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে Minimum GPA- 3.00 এবং গনিত বিষয়ে সর্বনিম্ন GPA-2.00 অর্জন করতে হবে ( Out of 5.00)।
- প্রার্থীকে অবশ্যই HSC/"A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় চলতি বছর বা তার আগের বছর পাস করতে হবে। অর্থাৎ BRAC বিশ্ববিদ্যালয়ে 2nd timer দের ভর্তি হওয়ার সুযোগ থাকছে।
- বিদেশী শিক্ষার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১২ টি শিক্ষাবর্ষ অতিক্রম করতে হবে এবং HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় উপরে উল্লিখিত আবেদন যোগ্যতা গুলো পূরণ করতে হবে।
- আবেদনকৃত প্রার্থীকে HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় - পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গনিত এই চার টি বিষয় থাকতে হবে। অন্যথায় আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
- যদি কোন শিক্ষার্থীর HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় উচ্চতর গনিত বিষয়টি না থাকে তবে ঐ শিক্ষার্থীকে ভর্তি করা যাবে। কিন্তু তাকে ভর্তি হবার পর অতিরিক্ত 3 credits দিয়ে উচ্চতর গনিতের জন্য আলাদা একটি Course করতে হবে।
- প্রার্থীদের মূল্যায়ন করা হবে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
Subject requirements for a particular program
- EEE, ECE, APF, CSE এবং PHY Department এ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের HSC/ সমমান পরীক্ষায় গনিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম B Grade পেতে হবে। অপরদিকে "A Level" শিক্ষার্থীদের গনিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম C Grade থাকলেই হবে।
- Candidates for BSc in Computer Science and BSc in Mathematics. must have a minimum B grade in Mathematics at HSC or minimum C grade in Mathematics at A-Level.
- EEE, ECE এর উপর BSc Course এ ভর্তি হতে আগ্রহী তাদের অবশ্যই HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, উচ্চতর গনিত এবং রসায়ন বিষয় গুলো থাকতে হবে। যদি কারো HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় রসায়ন না থাকে তবে রসায়নে অতিরিক্ত একটি Course করতে হবে। অতিরিক্ত Course টি করার শর্তে একজন শিক্ষার্থী EEE, ECE তে ভর্তি হতে পারবে।
- Biotechnology এবং Microbiology Department এ ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় জীববিজ্ঞান এবং রসায়ন বিষয়ে ন্যূনতম C Grade থাকতে হবে। যদি কারো HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় উচ্চতর গনিত বিষয়টি না থাকে তবে তাকে উচ্চতর গনিতে অতিরিক্ত একটি Course করতে হবে।
- ফার্মেসি বিভাগে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গনিত এই চার টি বিষয় থাকতে হবে। HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে Minimum GPA- 3.00 এবং গনিত বিষয়ে সর্বনিম্ন GPA-2.00 অর্জন করতে হবে ( Out of 5.00)।
2021 এ ভারত থেকে hsc পাশ করা ছাত্ররা কি এবার BBA তে ভর্তি হতে পারবে?
ReplyDeleteBrace University Website এ দেখতে পারেন। অথবা তাদের ভর্তি সংক্রান্ত হট লাইনে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
ReplyDeletePost a Comment