ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি Private বিশ্ববিদ্যালয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ফজলে হাসান আবেদ। এটি ২০০১ সালে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ১৯৯২ এর অধিনে ব্র্যাক সংস্থার শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়।
Official Website : www.bracu.ac.bd
BRAC University তে স্নাতক শ্রেণিতে ভর্তি আবেদন করতে ১৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আপনি অনলাইনে টাকা পরিশোধ করতে নিচের মাধ্যম গুলো ব্যাবহার করতে পারবেন-
বিকাশ, Dhaka Bank Ltd, One Bank Ltd, Southeast Bank Ltd, Brac Bank Ltd, Prime Bank Ltd।
Note:- আবেদন ফি অফেরত যোগ্য।
আবেদনের শেষ তারিখ | ১ জুলাই ২০২২ |
ভর্তি পরীক্ষার তারিখ | ১৮ জুলাই ২০২২ |
আবেদন ফি | ১৫০০ টাকা |
Current Season | Summer 2021 |
আবেদনের লিংক | www.bracu.ac.bd |
Faculties & Departments Of BRAC University
- Bachelor of Architecture (B.Arch.)
- Bachelor of Business Administration (BBA)
- BSc in Computer Science & Engineering (CSE)
- BSc in Computer Science (CS)
- BSc in Electronics & Communication Engineering
- BSc in Electrical & Electronic Engineering (EEE)
- BSS in Anthropology
- BSS in Economics
- BA in English
- LLB (Hons)
- BSc in Physics
- BSc in Applied Physics & Electronics (APE)
- BSc in Mathematics
- BSc in Microbiology
- BSc in Biotechnology
- Bachelor of Pharmacy (Hons)
আবেদনের ন্যূনতম যোগ্যতা-
প্রতি বছরের ন্যায় এ বছরও BRAC University আবেদনের কিছু সিমাবদ্ধ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যা নির্ধারণ করেছেন BRAC University ভর্তি কমিটি। BRAC University ভর্তির নুন্যতম যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-
- বাংলাদেশ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম GPA-৩.৫ এবং HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম GPA-৩.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- স্কেল অনুযায়ী (A = 5, B-4, C = 3 & D = 2) পাঁচটি বিষয়ে O- লেভেলে ন্যূনতম CGPA - 2.5 এবং O- লেভেল দুটি বিষয়ে আলাদাভাবে। E গ্রেড সহ বিষয় বিবেচনা করা হবে না
- যে সকল শিক্ষার্থীরা Reputed School থেকে ১২ বছর শিক্ষা জীবন পুরন করছেন তারা আবেদন করতে পারবেন । তবে আবেদনের পূর্বে অবশ্যই admission@bracu.ac.bd এর মাধ্যমে যোগাযোগ করুন।
- যে সকল প্রাথিরা IB-DP সম্পূর্ণ করেছেন , তাদের IB-DP তে ন্যূনতম যোগ্যতা Score 24 থাকতে হবে।
- যেসব প্রার্থীরা বাংলাদেশের বাইরের স্কুলে পড়ালেখা শেষ করেছেন, তাদের ইনস্টিটিউট / পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্ববর্তী একাডেমিক ডকুমেন্টের যাচাইকৃত / সত্যায়িত কপি এবং ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড, ঢাকা থেকে সমমানের সার্টিফিকেট জমা দিতে হবে।
- GED is not acceptable.
Academic requirements (Pharmacy Department)
ফার্মেসি Department এ ভর্তি আবেদন করতে প্রতিটি আবেদনকারীকে নিচে উল্লিখিত আবেদন যোগ্যতা গুলো থাকতে হবে। চলুন আবেদন যোগ্যতা গুলো জেনে নেওয়া যাক-
- ফার্মেসি Department এ আবেদন করতে হবে একজন প্রার্থীকে SSC/ "O" Level বা সমমান পরীক্ষায় এবং HSC/ "A" Level বা সমমান পরীক্ষায় Minimum GPA- 7.00 থাকতে হবে ( মোট 10 এর স্কেলে)
- ফার্মেসি Department এ আবেদনকৃত শিক্ষার্থীদের অবশ্যই SSC/ "O" Level বা সমমান পরীক্ষায় এব HSC/ "A" Level বা বিজ্ঞান Group সমমান স্বীকৃত পরীক্ষায় Minimum GPA- ৩.০০ থাকতে হবে ( মোট ৫ এর স্কেলে)
- আবেদনকৃত প্রার্থীকে অবশ্যই HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে Minimum GPA- 3.00 এবং গনিত বিষয়ে সর্বনিম্ন GPA-2.00 অর্জন করতে হবে ( Out of 5.00)।
- প্রার্থীকে অবশ্যই HSC/"A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় চলতি বছর বা তার আগের বছর পাস করতে হবে। অর্থাৎ BRAC বিশ্ববিদ্যালয়ে 2nd timer দের ভর্তি হওয়ার সুযোগ থাকছে।
- বিদেশী শিক্ষার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১২ টি শিক্ষাবর্ষ অতিক্রম করতে হবে এবং HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় উপরে উল্লিখিত আবেদন যোগ্যতা গুলো পূরণ করতে হবে।
- আবেদনকৃত প্রার্থীকে HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় - পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গনিত এই চার টি বিষয় থাকতে হবে। অন্যথায় আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
- যদি কোন শিক্ষার্থীর HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় উচ্চতর গনিত বিষয়টি না থাকে তবে ঐ শিক্ষার্থীকে ভর্তি করা যাবে। কিন্তু তাকে ভর্তি হবার পর অতিরিক্ত 3 credits দিয়ে উচ্চতর গনিতের জন্য আলাদা একটি Course করতে হবে।
- প্রার্থীদের মূল্যায়ন করা হবে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
Subject requirements for a particular program
- EEE, ECE, APF, CSE এবং PHY Department এ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের HSC/ সমমান পরীক্ষায় গনিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম B Grade পেতে হবে। অপরদিকে "A Level" শিক্ষার্থীদের গনিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম C Grade থাকলেই হবে।
- Candidates for BSc in Computer Science and BSc in Mathematics. must have a minimum B grade in Mathematics at HSC or minimum C grade in Mathematics at A-Level.
- EEE, ECE এর উপর BSc Course এ ভর্তি হতে আগ্রহী তাদের অবশ্যই HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, উচ্চতর গনিত এবং রসায়ন বিষয় গুলো থাকতে হবে। যদি কারো HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় রসায়ন না থাকে তবে রসায়নে অতিরিক্ত একটি Course করতে হবে। অতিরিক্ত Course টি করার শর্তে একজন শিক্ষার্থী EEE, ECE তে ভর্তি হতে পারবে।
- Biotechnology এবং Microbiology Department এ ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় জীববিজ্ঞান এবং রসায়ন বিষয়ে ন্যূনতম C Grade থাকতে হবে। যদি কারো HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় উচ্চতর গনিত বিষয়টি না থাকে তবে তাকে উচ্চতর গনিতে অতিরিক্ত একটি Course করতে হবে।
- ফার্মেসি বিভাগে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গনিত এই চার টি বিষয় থাকতে হবে। HSC/ "A" Level বা সমমান স্বীকৃত পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে Minimum GPA- 3.00 এবং গনিত বিষয়ে সর্বনিম্ন GPA-2.00 অর্জন করতে হবে ( Out of 5.00)।
Marks Distribution
Section | MCQ | Written | Total Marks |
A (English Language) | 25Q | - | 25 |
B (English Composition) | - | 10Q | 40 |
C(General Mathematics) | 15Q | - | 30 |
D( Higher Mathematics and Physics) | 10Q | - | 20 |
E (Chemistry and Biology) | 10Q | - | 20 |
F (Drawing) | - | 2Q (Drawing) | 60 |
সাবজেক্ট ভিত্তিক যেসকল সেকশন উত্তর করতে হবে-
- ANTHROPOLOGY, ENGLISH, LLB = A, B Section
- BBA, ECONOMICS, BIOTECHNOLOGY, MICROBIOLOGY = A, B, C Section
- CS, CSE, ECE, EEE, APE, MATHS, PHYSICS = A, B, C, D Section
- PHARMACY = A, B, C, E Section
- ARCHITECTURE = A, B, C, F Section
BRAC University is a private research university which is located in Dhaka, Bangladesh. In 2018 and 2019 In order to QS World University Rankings ranked BRAC University as the best private university in Bangladesh. Sir Fazle Hasan Abed founded Brac University in 2001, under the Private University Act is Located at 66 Mohakhali, Dhaka, the university is based on the American liberal arts college model.
2021 এ ভারত থেকে hsc পাশ করা ছাত্ররা কি এবার BBA তে ভর্তি হতে পারবে?
ReplyDeleteBrace University Website এ দেখতে পারেন। অথবা তাদের ভর্তি সংক্রান্ত হট লাইনে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
ReplyDeleteআর কবে ভর্তি নতুন করে শুরু করবেন
ReplyDeleteনতুন ভর্তির ডেট কবে আবার
ReplyDeletePost a Comment