
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে সম্মান শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ অনার্স ১ বছরের স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি বা অনার্স ভর্তির বিজ্ঞপ্তি ২০২০-২০২১ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 7college.du.ac.bd তে প্রকাশিত হয়েছে। আসুন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে নিই।
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য | |
---|---|
অনলাইনে আবেদন শুরুর তারিখ | ১৫ জুলাই ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ৩১ জুলাই ২০২২2 col 2 |
আবেদন ফি | ৬০০ টাকা |
ক্লাস শুরু | পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে |
আবেদনের লিংক | collegeadmission.eis.du.ac.bd |
বিভাগ | পরীক্ষার তারিখ |
---|---|
বিজ্ঞান | ১২ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
বাণিজ্য | ১৯ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
মানবিক | ২৬ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
২০১৭ সালের February মাসে রাজধানীর সাতটি সরকারী কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়। ইতিপূর্বে এসব কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ছিল। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাতটি কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে মোট এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। সাতটি কলেজে মোট ১,১৪৯ জন ১৪৯ জন শিক্ষক রয়েছেন। কলেজ গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজের সকল একাডেমিক কাজকর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ন্ত্রন করা হয়। কলেজগুলো হল-
- Dhaka College
- Eden Women's College
- Government Shaheed Suhrawardy College
- Kabi Nazrul College
- Begum Badrunnesa Government Women's College
- Mirpur Government Bangla College
- Government Titumir College
You can Apply to any One college
আবেদনের ন্যূনতম যোগ্যতা-
প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে আবেদনের কিছু সিমাবদ্ধ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যা নির্ধারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তির নুন্যতম যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-
ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো।
ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো।
ইউনিটের নাম | আবেদন যোগ্যতা |
বিজ্ঞান | Total GPA of SSC and HSC (including 4th subject) is 7.00 |
কলা ও মানবিক | Total GPA of SSC and HSC (including 4th subject) is 6.00 |
বাণিজ্য | Total GPA of SSC and HSC (including 4th subject) is 6.50 |
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
পরীক্ষার সময় | ১ ঘন্টা |
পরীক্ষার পদ্ধতি | এমসিকিউ |
লিখিত পরীক্ষা | ১০০ নম্বর |
GPA নম্বর (এসএসসি +এইচএসএসি) | ২০ নম্বর |
প্রশ্নের মাধ্যম | Bangla and English |
পাশ নম্বর | ৪০ ( আলাদাভাবে পাস করতে হবে না ) |
Negative Marking | নেই |
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
You can Apply to any One college
Admission test subject based marks distribution
- বিজ্ঞান বিভাগ
পদার্থ বিজ্ঞান | ২৫ |
রসায়ন | ২৫ |
জীব বিজ্ঞান | ২৫ |
উচ্চতর গনিত |
২৫ |
মোট | ১০০ |
তবে কোনাে প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে । প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ২৫।
সাধারণজ্ঞান অংশে যেসকল বিষয় থেকে প্রশ্ন করা হবে- বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, সমাজবিদ্যা, রাজনীতি, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ধর্ম , অর্থনীতি, ইতিহাস ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকবে।
- ব্যবসায় শিক্ষা / বানিজ্য
বাংলা (আবশ্যক) | ২০ |
ইংরেজি (আবশ্যক) | ২০ |
হিসাববিজ্ঞান (আবশ্যক) | ২০ |
ব্যবসায় শিক্ষা (আবশ্যক) | ২০ |
মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (যে কোন একটি) | ২০ |
মোট | ১০০ |
- মানবিক বিভাগ
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
সাধারন জ্ঞান | ৫০ |
মোট | ১০০ |
![]() |
ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি
|
ঢাবি ৭ কলেজ বাণিজ্য ইউনিট বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কি?
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ছিল। তখন ৭ কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের Certificate পেত। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর থেকে তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবেন। তবে প্রত্যেকটি Certificate এ স্ব স্ব কলেজের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
DU: College Admission Application Procedure-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে অবশ্যই তাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পূর্বে আবেদনের যোগ্যতা ও আবেদনের নিয়মাবলী ভালভাবে দেখে নিন। যেকোন পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেইজে Message দিন।
আবেদনের নিয়মাবলী-
- collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- ওয়েবসাইটের প্রথম পেজে "লগ ইন" বাটনে ক্লিক করুন। ‘আবেদন / লগ ইন’-এর তথ্যের পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন, পাসের সাল ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল, বাের্ডের নাম প্রদান করে “অগ্রসর হােন” বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি দেখা গেলে পরবর্তী বাটন-এ ক্লিক করতে হবে।
-
আবেদনকারী শিক্ষার্থী ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােডের তারিখ জেনে
নিতে পারবে ।
- প্রবেশপত্রে ভর্তি-পরীক্ষার রােল নম্বর ও সিরিয়াল নম্বর থাকবে। প্রবেশপত্রের নির্দেশাবলিতে উল্লেখিত কাগজপত্র নিয়ে আবদেনকারীকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৭ কলেজে কেন পড়বো?
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ঢাকায় অবস্থিত সরকারী সাতটি বিখ্যাত কলেজ । ঢাবি অধিভুক্ত ৭ টি কলেজই ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ছিল। এই ৭ টি কলেজের সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রন করে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এই সাতটি কলেজের দায়িত্বে আছে অবশ্যই তাদের শিক্ষা বেবস্থা ভাল হবে।
সাত কলেজ সম্পর্কিত যেকোনো প্রশ্ন- উত্তরের জন্য আমাদের Facebook Page এ মেসেজ দিন।
Post a Comment