২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা । Guccho GST Admission Circular 2022-23

The GST (General, Science, and Technology) universities in Bangladesh offer undergraduate and postgraduate programs in various fields of study, including science, engineering, medicine, and technology. The admission system for GST universities in Bangladesh is conducted through an online system known as the Integrated Admission System (IAS).
 
২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা ২০২০-২১। Guccho Admission ২০২০-২১ | Official Website www.gstadmission.ac.bd

There are a total of 20 GST (General, Science, and Technology) universities in Bangladesh that offer undergraduate and postgraduate programs in various fields of study. These universities are recognized for their academic excellence, research facilities, and state-of-the-art infrastructure. Here is a list of the 20 GST universities in Bangladesh:
  1. Shahjalal University of Science and Technology (SUST)

গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা ২০২২-২৩ 


গুরুত্বপূর্ণ তারিখ ও সময়
1 আবেদন শুরু ১৫ ‍জুন ২০২২
2 আবেদনের শেষ তারিখ ২৫ জুন ২০২২
3 আবেদন ফি ১৫০০ টাকা
4 আবেদন লিংক  gstadmission.ac.bd

GST ভর্তি পরিক্ষার তারিখ

সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২.০০ টায় শুরু হবে এবং ১.০০ টায় শেষ হবে ইনশাআল্লাহ্‌।
ইউনিট পরীক্ষার তারিখ
ক ইউনিট – (বিজ্ঞান) ৩০ জুলাই ২০২২
খ ইউনিট – (মানবিক) ১৩ আগষ্ট ২০২২
গ ইউনিট -(বানিজ্য) ২০ আগষ্ট ২০২২
 আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 


ভর্তি পরীক্ষার যোগ্যতা

কেবলমাত্র ২০১৭/  ২০১৮/২০১৯ সালে SSC বা সমমানের ও ২০২০ এবং ২০২১ সালে HSC
বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতি ইউনিটে আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট-এ, ইউনিট-বি ও ইউনিট-সি-তে আবেদন করতে পারবে।
  • A UNIT – SCIENCE
HSC /সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৮.০০ থাকা বাধ্যতামূলক ।

Note: ভোকেশনাল থেকে এইচএসসি পাস করা অথবা মাদ্রাসা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা সাধারন শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীর মত বিজ্ঞান শাখার শিক্ষার্থী হিসাবে বিবেচিত হবে ।
  • B ইউনিট – মানবিক
HSC /সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.০০ থাকা বাধ্যতামূলক ।

Note: সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত করা হবে।
  • C ইউনিট – ব্যবসায় শিক্ষা

HSC /সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমােট জিপিএ ৬.৫০ থাকা বাধ্যতামূলক ।

Note: সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (HSC) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।

পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

HSC বা সমমান ও SSC বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে । এরপর চুড়ান্ত আবেদনের মেধাতালিকা তৈরির প্রক্রিয়াটি নিচে দেওয়া হল :

  • বিজ্ঞান বিভাগ

    বাছাইয়ের প্রক্রিয়া GPA (With optional Subject )
    (HSC 60%+ SSC 40%)
    Number (With optional Subject)
    (HSC 60%+ SSC 40%)
    HSC PhysicsHSC Chemistry
    GPANumberGPANumber
    ক্রম123456
  • বাণিজ্য বিভাগ

    বাছাইয়ের শর্ত

    GPA (With optional Subject )
    (HSC 60%+ SSC 40%)
    Number (With optional Subject)
    (HSC 60%+ SSC 40%)
    HSC Bangla HSC English 
    GPANumberGPANumber
    ক্রম123456
  • মানবিক শাখা

    বাছাইয়ের
    প্রক্রিয়া
    GPA (With optional Subject )
    (HSC 60%+ SSC 40%)
    Number (With optional Subject)

    (HSC 60%+ SSC 40%)
    HSC BanglaHSC English 
    GPANumberGPANumber
    ক্রম123456

  • প্রাথমিক আবেদনকারীদের মেধাতালিকা তৈরি করতে উপরে উল্লিখিত সর্বোচ্চ ৬ টি মানদন্ড ব্যাবহার করা হবে । শিক্ষার্থীদের অবশ্যই  নির্ধারিত সময়ের মধ্যে  চুড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তী চুড়ান্ত মেধাতালিকায় তাদের নাম প্রকাশিত হবে না।
  • চুড়ান্ত  আবেদনের সময়  শিক্ষার্থীরা  মোট ২৮ টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ  ৫ টি কেন্দ্র পছন্দ করতে পারবে। 

ভর্তি পরীক্ষার মান বন্টন

গুচ্ছ ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে । সকল ইউনিটের পরীক্ষা হবে ১.০০ ঘন্টায় । নিচে সকল ইউনিটের নম্বরবণ্টন নিচে দেওয়া হল –
  • বিজ্ঞান শাখা ( A Unit )
 বিষয় নম্বর মোট নম্বর
 আবশ্যিক বিষয়Physics 20 60
Chemistry 20
Bangla 10
English 10
ঐচ্ছিক ( যে কোন দুইটি)Math 
2040
Biology 20
ICT 20
  • মানবিক শাখা ( B Unit )
বিষয়মান
Bangla 40
English 35
ICT25
 মোট নম্বর100
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তির সকল আপডেট

  • বাণিজ্য শাখা ( সি ইউনিট)
বিষয়মান
Accounting 25
Business organization and management25
Bangla 25
English 25
ICT25
মোট১০০ নম্বর
  • আইসিটি, গণিত ও জীববিজ্ঞান যেকোন দুটি বিষয় পরীক্ষা হবে।



গুচ্ছ পদ্ধতির ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালিকা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা জন্য যে ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ৯টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় ১১ টি ।
সাধারণ বিশ্ববিদ্যালয় ( ৯টি)বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় (১১ টি)
1.  Jagannath University ১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
2. Begum Rokeya University, Rangpur১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
3. Sheikh Hasina University, Netrokona ১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
4. Jatiya Kabi Kazi Nazrul Islam University১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
5. University of Barisal১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
6. Rabindra University১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
7. Comilla University১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
8. Khulna University১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. Islamic University | Kushtia১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 ১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 ২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও group যোগ দিন।

GST Admission Unit-wise Subject List

A ইউনিট বিষয় - পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, পরিসংখ্যান, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, জৈব-রসায়ন এবং আণবিক, জীববিজ্ঞান, ফার্মেসী, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, জিনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জৈব-প্রযুক্তি, ভূগোল ও পরিবেশগত-বিজ্ঞান।

B ইউনিটের বিষয় - বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, সমাজকর্ম, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, দর্শন, নৃতত্ত্ব, আইন, ভূমি ব্যবস্থাপনা ও আইন, যোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, জন প্রশাসন, শিক্ষা গবেষণা, আধুনিক ভাষা।

C ইউনিট বিষয় - ফিনান্স, অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং।

Related Tags: gst admission, gst admission ac bd, guccho admission, gstadmission ac bd com, gusso admission 2022, gst admission test, gst admission website, gst admission apply, gst admission official website, guccho admission 2022, gst final application, guccho university list, gusso admission, gst admission university list, gst admission apply online, gst admission 2022, guccho admission apply, gst university admission, guccho university, engineering guccho admission, gst agriculture admission, gst admission apply 2022, guccho admission apply online gst admission gst admission ac bd guccho admission gstadmission ac bd com gusso admission 2022 gst admission test gst admission website gst admission apply gst admission official website guccho admission 2022 gst final application guccho university list gusso admission gst admission university list gst admission apply online gst admission 2022 guccho admission apply gst university admission guccho university engineering guccho admission gst agriculture admission gst admission apply 2022 guccho admission apply online guccho engineering admission gst engineering admission gst admission test website guccho admission 2022 apply online gst universities gst admission system 2022 guccho admission university list gst primary application gst engineering admission 2022 guccho admission apply link gst admission application gusso admission 2022 apply online gusso university admission 2022 guccho university admission gst universities integrated admission gst agriculture admission 2022 gst university admission 2022 engineering gst admission gst university apply gst apply bd gusso admission 2022 apply guccho website gst admission ac bd apply online gst admission online apply gst admission form gst apply admission engineering guccho admission apply gst admission apply link engineering gst admission 2022 ignou gst course admission 2022 gst application 2022 apply gst admission guccho university apply gst admission process guccho engineering apply gusso university admission gst admission 2022 apply online guccho admission apply 2022 guccho admission engineering gst online admission 2022 engineering guccho apply ignou gst course admission 2022 

0/Post a Comment/Comments