2020-21 জিএসটি ভর্তির সরকারী তথ্যমূলক ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। শিক্ষা মন্ত্রনালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন এক পর্যায়ে এসেছে যে তারা ক্লাস্টার পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে। এই কেন্দ্রীয় ভর্তি ব্যবস্থাটি কেবল এই বছরের জন্য বৈধ।
এ বছর ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় সারা দেশে একযোগে গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা নিবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের সাধারন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে GST ভর্তি বিজ্ঞপ্তি gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, কিভাবে একজন শিক্ষার্থীকে বাছাই করা হবে, কোথায় কোথায় ভর্তি পরীক্ষা নেওয়া থা এবং মান বন্টন কেমন হবে এবং এ সম্পর্কিত আরোও বিস্তারিত প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক।
গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা ২০২০-২১
১৯ ডিসেম্বর, ২০২০ তারিখ ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়র এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের বৈঠকে গুচ্ছ পদ্ধতি পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।এ তথ্য আমাদেরকে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান ।
দেশের মোট ১৯টি পাবলিক সাধারন বিশ্ববিদ্যালয়ের এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে আসার আসার সিদ্ধান্ত নেয়। এর ফলে গুচ্ছ পদ্ধতিতে এখন পর্যন্ত মোট ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত হলো।
প্রাথমিক আবেদন
আবেদন শুরু : ০১ এপ্রিল ২০২১
শেষ তারিখ : ২৫ জুন ২০২১
আবেদন ফি : ৫০০ টাকা
ফলাফল : —
চূড়ান্ত আবেদন
আবেদন শুরু : —-
শেষ তারিখ : —-
প্রবেশ পত্র ডাউনলোড : —-
আবেদন ফি : ৫০০ টাকা
আবেদন লিংক : gstadmission.ac.bd
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল লিংক ( অপ্রকাশিত)
GST ভর্তি পরিক্ষার তারিখ
সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২.০০ টায় শুরু হবে এবং ১.০০ টায় শেষ হবে ইনশাআল্লাহ্।
A Unit( বিজ্ঞান) | স্থগিত করা হয়েছে |
---|---|
B Unit (মানবিক) | স্থগিত করা হয়েছে |
C Unit ( বাণিজ্য) | স্থগিত করা হয়েছে |
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি পরীক্ষার যোগ্যতা
বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতি ইউনিটে আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ।
- A UNIT – SCIENCE
HSC /সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৮.০০ থাকা বাধ্যতামূলক ।
Note: ভোকেশনাল থেকে এইচএসসি পাস করা অথবা মাদ্রাসা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা সাধারন শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীর মত বিজ্ঞান শাখার শিক্ষার্থী হিসাবে বিবেচিত হবে ।
- B ইউনিট – মানবিক
HSC /সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.০০ থাকা বাধ্যতামূলক ।
Note: সাধারন শিক্ষাবাের্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত করা হবে।
- C ইউনিট – ব্যবসায় শিক্ষা
HSC /সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমােট জিপিএ ৭.৫০ থাকা বাধ্যতামূলক ।
Note: সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (HSC) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
GCE O এবং A Levelএর যোগ্যতা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন ।
পরীক্ষার্থী বাছাই পদ্ধতি
HSC বা সমমান ও SSC বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে । এরপর চুড়ান্ত আবেদনের মেধাতালিকা তৈরির প্রক্রিয়াটি নিচে দেওয়া হল :
- বিজ্ঞান বিভাগ
বাছাইয়ের প্রক্রিয়া | GPA (With optional Subject ) (HSC 60%+ SSC 40%) | Number (With optional Subject) (HSC 60%+ SSC 40%) | HSC Physics | HSC Chemistry | ||
GPA | Number | GPA | Number | |||
ক্রম | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
- বাণিজ্য বিভাগ
বাছাইয়ের শর্ত | GPA (With optional Subject ) (HSC 60%+ SSC 40%) | Number (With optional Subject) (HSC 60%+ SSC 40%) | HSC Bangla | HSC English | ||
GPA | Number | GPA | Number | |||
বাছাইক্রম | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
- মানবিক শাখা
বাছাইয়ের প্রক্রিয়া | GPA (With optional Subject ) (HSC 60%+ SSC 40%) | Number (With optional Subject) (HSC 60%+ SSC 40%) | HSC Bangla | HSC English | ||
GPA | Number | GPA | Number | |||
ক্রম | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
- প্রাথমিক আবেদনকারীদের মেধাতালিকা তৈরি করতে উপরে উল্লিখিত সর্বোচ্চ ৬ টি মানদন্ড ব্যাবহার করা হবে । শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে চুড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তী চুড়ান্ত মেধাতালিকায় তাদের নাম প্রকাশিত হবে না।
- চুড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীরা মোট ২৮ টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ৫ টি কেন্দ্র পছন্দ করতে পারবে।
ভর্তি পরীক্ষার মান বন্টন
গুচ্ছ ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে । সকল ইউনিটের পরীক্ষা হবে ১.০০ ঘন্টায় । নিচে সকল ইউনিটের নম্বরবণ্টন নিচে দেওয়া হল –
- বিজ্ঞান শাখা ( A Unit )
বিষয় | নম্বর | মোট নম্বর | |
আবশ্যিক বিষয় | Physics | 20 | 60 |
Chemistry | 20 | ||
Bangla | 10 | ||
English | 10 | ||
ঐচ্ছিক ( যে কোন দুইটি) | Math | 20 | 40 |
Biology | 20 | ||
ICT | 20 |
- মানবিক শাখা ( B Unit )
বিষয় | মান |
Bangla | 40 |
English | 35 |
ICT | 25 |
মোট নম্বর | 100 |
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তির সকল আপডেট
- বাণিজ্য শাখা ( সি ইউনিট)
বিষয় | মান |
Accounting | 25 |
Business organization and management | 25 |
Bangla | 25 |
English | 25 |
ICT | 25 |
মোট | ১০০ নম্বর |
- আইসিটি, গণিত ও জীববিজ্ঞান যেকোন দুটি বিষয় পরীক্ষা হবে।
গুচ্ছ পদ্ধতির ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালিকা
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা জন্য যে ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ৯টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় ১১ টি ।
সাধারণ বিশ্ববিদ্যালয় ( ৯টি) | বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদালয় (১১ টি) |
1. Jagannath University | ১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
2. Begum Rokeya University, Rangpur | ১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
3. Sheikh Hasina University, Netrokona | ১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
4. Jatiya Kabi Kazi Nazrul Islam University | ১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় |
5. University of Barisal | ১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
6. Rabindra University | ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ |
7. Comilla University | ১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
8. Khulna University | ১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
৯. Islamic University | Kushtia | ১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও group যোগ দিন।
GST Admission Unit-wise Subject List
A ইউনিট বিষয় - পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, পরিসংখ্যান, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, জৈব-রসায়ন এবং আণবিক, জীববিজ্ঞান, ফার্মেসী, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, জিনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জৈব-প্রযুক্তি, ভূগোল ও পরিবেশগত-বিজ্ঞান।
B ইউনিটের বিষয় - বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, সমাজকর্ম, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, দর্শন, নৃতত্ত্ব, আইন, ভূমি ব্যবস্থাপনা ও আইন, যোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, জন প্রশাসন, শিক্ষা গবেষণা, আধুনিক ভাষা।
C ইউনিট বিষয় - ফিনান্স, অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং।
Post a Comment