আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর (HSC) রসায়ন ১ম পত্র ও ২য় পত্র pdf download | HSC chemistry 1st and 2nd paper pdf download Link নিয়ে এসেছি। এখানে সকল লেখকের রসায়ন বইগুলো পাবেন। আসা করি আপনাদের সকলের উপকারে আসবে। ইনশাআল্লাহ্ ।
Related Tag: Chemistry 1st paper hazari nag pdf। Chemistry 2nd paper hazari nag pdf download । SC Chemistry 2nd Paper solution PDF download HSC Chemistry 2nd Paper Math Solution PDF। HSC Chemistry 1st Paper pdf | HSC Chemistry 1st Paper Note pdf download | HSC Chemistry 1st Paper solution pdf download | HSC Chemistry textbook PDF download ||HSC Chemistry 2nd Paper Book Pdf Download |
নিচে বই গুলোর পিডিএফ লিংক পর্যায় ক্রমে সাজান আছে, আপনার প্রয়োজন মত বইটি সংরক্ষণ করুন।
Chemistry First Paper Book
1. Hsc chemistry 1st paper pdf download hazari nag sir pdf রসায়ন ১ম পত্র হাজারি নাগ PDFdownload
2. HSC Chemistry 1st paper sanjit Kumar Guha pdf download | রসায়ন ১ম পত্র সঞ্জিত কুমার গুহ pdf download
3. Retina digest chemistry 1st paper pdf download | রেটিনা ডাইজেস্ট রসায়ন ১ম পত্র pdf download
4. উন্মেষ Meditrix রসায়ন ১ম পত্র pdf download
5. জয়কলি BUET রসায়ন PDF Download
6. উন্মেষ দাগানো বই রসায়ন ১ম পত্র pdf
7. উদ্ভাস ইঞ্জিনিয়ারিং Concept Book PDF
Chemistry 2nd Paper Book
1. Hsc chemistry 2nd paper pdf download hazari nag sir pdf রসায়ন ২য় পত্র হাজারি নাগ PDFdownload
2. HSC Chemistry 2nd paper sanjit Kumar Guha pdf download | রসায়ন ২য় পত্র সঞ্জিত কুমার গুহ pdf download
3. Retina digest chemistry 2nd paper pdf download | রেটিনা ডাইজেস্ট রসায়ন ২য় পত্র pdf download
4. উন্মেষ Meditrix রসায়ন ২য় পত্র pdf download
5. জয়কলি BUET রসায়ন PDF Download
6. উন্মেষ দাগানো বই রসায়ন 2য় পত্র pdf
7. উদ্ভাস ইঞ্জিনিয়ারিং Concept Book PDF
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোন লেখকের বই অনুসরণ করা সবচেয়ে ভালো?
১। Physics First and 2nd paper-লেখক- ড. আমির হোসেন খান, প্রফেসর মোহাম্মদ ইসহাক ও লেখক- ড. শাহজাহান তপন।
২। Chemistry First and 2nd paper-লেখক- ড. গাজী মোঃ আহসানুল কবীর ও ড. মোঃ রবিউল ইসলাম।
৩। Math First paper-লেখক- মোঃ কেতাব উদ্দীন ও মোঃ নজরুল ইসলাম।
অথবা,
Math 2nd paper-লেখক- এস ইউ আহাম্মদ ও এম এ জব্বার।
৪। Biology First paper -লেখক- ড. মোহাম্মদ আবুল হাসান।
জীববিজ্ঞান ২য় পত্রলেখক- গাজী আজমল ও গাজী আসমত।
৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিলেখক- প্রকৌশলী মুজিবুর রহমান /লেখক- মাহবুবুর রহমান।
- উদ্ভাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক PDF
- একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল PDF বই ডাউনলোড করুন।
- উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক
- ভার্সিটি ক প্রিপারেশন বুক PDF
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিজ্ঞপ্তি নির্দেশ অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর শিক্ষাক্রম হক পুষ্পানুপুঙ্গ অনুসরণে ২০১৩ সালের জুন মাসে আমার লিখিত এ বইটি একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক হিসেবে অনুমোদিত হয়। বইটি প্রকাশের পর সম্মানিত শিক্ষক ও স্নেহের শিক্ষার্থীদের নিকট হতে ব্যাপক প্রশংসা ও অভিনন্দন পেয়েছি। কেউ কেউ পরামর্শ দিয়েছেন, গঠনমূলক সমালোচনাও করেছেন। এজন্য শিক্ষক শিক্ষার্থীদের নিকট আমি কৃতজ্ঞ। এসব পরামর্শ ও সমালোচনার আলোকে বইটিতে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধন ও প্রয়োজনীয় তথ্যাবলি সংযোজন করে এ বইটি বর্ধিত সৃজনশীল সংস্করণ হিসেবে প্রকাশ করা হলো। সর্বোপরি পরিবর্তিত সৃজনশীল পদ্ধতির আলোকে বিষয়বস্তুর উপস্থাপনা ও প্রাসঙ্গিক তথ্যাবলি এ বইটিতে সন্নিবেশ করা হলো।
প্রকাশের ৩ বছর পূর্ণ হওয়ায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কমিটি ও বিশেষজ্ঞ মহল পুনঃ মূল্যায়নের মাধ্যমে ২০/০৬/২০১৬ তারিখে বইটির চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। NCTB মূল্যায়ন কমিটি ও নিরীক্ষকগণের বিভিন্ন সংশোধনী, মতামত, দিক-নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে, বইটির প্রতিটি অধ্যায় পরিমার্জিত ও সজ্জিত হয়েছে। আমার দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, অনুসহিৎসু, সর্বোপরি মেধাবিকাশে কার্যকর অবদান রাখার ক্ষেত্রে বইটিতে বিষয়বস্তুর শেষে চিন্তা করে উত্তর দাও' এবং বিশ্লেষণীয় তথ্যনির্ভর ‘মনে রাখা প্রয়োজন' (বক্স আকারে) দেওয়া হয়েছে 'নিজে কর ও দলগতভাবে করা প্রেক্ষাপটে বিষয়বস্তুর ওপর অনুশীলনমূলক কাজ দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এগুলো শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে সুদৃঢ় ভিত্তি প্রদান করবে ও মানসিক বিকাশে সহায়ক হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে অনুসন্ধানমূলক প্রতিবেদন দেওয়া হয়েছে। আশা রাখি, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করবেন এবং প্রতিটি প্রতিবেদন জমা নিয়ে যথাযথভাবে মূল্যায়ন করবেন। এসব কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু দৃষ্টি আরও বিকশিত হবে।
শিক্ষা সফর, ন্যাচার স্ট্যাডি কর্মশালা এবং সর্বোপরি সেমিনারের আয়োজনের কথা বইটিতে উল্লেখ করা হয়েছে। এসব সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চিন্তাশক্তির প্রসার ও জ্ঞানের উন্মেষ ঘটবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি, লেখকের স্বার্থকতা তখনই পূর্ণতা পায় যখন তার বইটি পড়ার সময় ছাত্র-ছাত্রীরা উপলব্ধি করে, লেখক অনুপস্থিত থেকেও যেন উপস্থিত আছেন। তাই শ্রেণিকক্ষে যেভাবে পড়াই, ঠিক সেভাবেই বইটিতে সবকিছু উপস্থাপনের চেষ্টা করেছি। কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা মনে রেখে বইটির ভাষা সহজ-সরণ করার চেষ্টা করেছি। বইটি প্রণয়নকালীন কারিকুলাম নির্দেশিত লক্ষ্য, উদ্দেশ্য ও নির্দেশাবলির প্রতি সজাগ দৃষ্টি রেখেছি। তারপরেও নানান সীমাবদ্ধতা ও সময়ের স্বল্পতার কারণে অগোচরে কিছু ভুল-ত্রুটি থেকে যেতে পারে। যেকোনো ধরনের ত্রুটি প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণের গোচরিভূত হলে তা অবগত করার জন। বিশেষ অনুরোধ রইল। পরবর্তী সংস্করণে বইটির পরিমার্জন বা সংশোধন করার প্রতিশ্রুতি রইল।
শিক্ষা একটি গতিশীল উন্নয়নধর্মী ধারা বিশ্বে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে শিক্ষার বিষয়বস্তু, পাঠদানের পদ্ধতি ও কৌশলের। শিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করা যেমন প্রয়োজন, তেমনি লেখকদেরও দায়িত্বশীলতার সাথে আন্তর্জাতিক মান বজায় রেখেই বই লেখা প্রয়োজন। সর্বোপরি সবকিছুর কেন্দ্রবিন্দুর মূল কারিগর হলেন সম্মানিত শিক্ষকসমাজ। তাঁদের প্রতি বিনম্ৰ অনুরোধ- আধুনিক যুগোপযোগী শিক্ষার সাথে সংগতি রেখে এবং পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিবেন।
বইটি প্রণয়নে এবং বিষয়বস্তু পরিমার্জন, সংশোধন ও তথ্য সংযোজনে দেশি-বিদেশি অসংখ্য বই, পত্র-পত্রিকা, ইন্টারনেটের সাহায্য নেওয়া হয়েছে। এগুলোর প্রণেতা ও প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শ্রদ্ধেয় শিক্ষক ও স্নেহভাজন শিক্ষার্থী যাদের জন্য বইটি রচিত হলো তাদের কাছে বইটি গ্রহণযোগ্য হলেই আমার শ্রম সার্থক হবে। পরিশেষে, এ সুবিশাল দায়িত্বটি যথাসময়ে নিম্পন্ন হওয়ায় পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পুনরায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
মোবাইলে কিভাবে পিডিএফ বই পড়বেন
আমাদের অনেকের ফোনে পিডিএফ রিডার না থাকার কারনে আমরা মোবাইলে পিডিএফ বই পড়তে পারি না। পিডিএফ রিডার না থাকলে পিডিএফ ফাইল আমাদের ফোনে সাপোর্ট করে না। যাদের মোবাইলে পিডিএফ রিডার নেই তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।
Note: আমরা কোন প্রকার ফাইল নিজেরা স্কান করি না। ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং ওয়েবসাইট থেকে PDF সংগ্রহ করে Student সুবিধার্থে দিয়ে থাকি। ধন্যবাদ।
chemistry sonjib sir er first paper ta download hocche nah ken?
ReplyDeleteVaiya guha Sir er chemistry 1st paper download hocce na.
ReplyDeleteরসায়ন ১ম পত্র সঞ্জিত কুমার গুহ Download হচ্ছে না।
ReplyDeleteEnglish version ar pdf ase???? Plz help
ReplyDeletebiplop kumar dev er chem 2nd paper hobe ?
ReplyDeletePost a Comment