![]() |
National University admission |
National University Admission Circular 2020-2021
জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মান শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ বছরের স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি বা অনার্স ভর্তির বিজ্ঞপ্তি ২০২০-২০২১ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে app1.nu.edu.bd তে প্রকাশিত হয়েছে। আসুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে নিই।
আমাদের Website (admissionzoom.com) এ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আপডেট নিয়মিত দেওয়া হয়। সকল প্রকার আপডেট জানতে আমাদের ওয়েবসাইট Visit করুন।admissionzoom.com
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
অনলাইনে আবেদন শুরুর তারিখ | ২২ মে ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ৯ জুন ২০২২ |
আবেদন ফি | ২৫০ টাকা |
ক্লাস শুরু | ৩ জুলাই ২০২২ |
আবেদনের লিংক | www.nu.ac.bd/admissions |
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি
আবেদনের নুন্যতম যোগ্যতা-
প্রতি বছরের ন্যায় এ বছর ও জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনের কিছু সিমাবদ্ধ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যা নির্ধারণ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির নুন্যতম যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-
ক) বাংলাদেশ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ২০১৭/২০১৮ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম GPA-২.৫ এবং ২০১৯ / ২০২০ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম GPA-২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
খ) বাংলাদেশ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০১৭/২০১৮ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম GPA-৩.০ এবং ২০১৯/২০২০ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম GPA-২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
গ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) HSC (ভোকেশনাল) ii) HSC (বিজনেস ম্যানেজমেন্ট) III) ডিপ্লোমা-ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উপরে উল্লিখিত ক ও খ নং শর্তপুরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
A level ও O level শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে দেখুন-
Circular PDF Download করতে এখানে Click করুন
Circular PDF Download করতে এখানে Click করুন
ভর্তি পদ্ধতি, নম্বর বণ্টন ও ফলাফল
১। প্রতিটি কলেজে আলাদা আলাদা মেধা তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীদেরকে বিষয় বরাদ্দ দেওয়া হবে।
২। একই কলেজে দুই বা ততোধিক শিক্ষার্থীর মেধাক্রম সমান হলে পর্যায়ক্রমে সকল আবেদনকারীর -
i) SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিয়ের যথাক্রমে ৪০% ও ৬০% ( ৪র্থ বিষয় সহ)
ii) প্রয়জন হলে SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০% হিসাব করা হবে।
iii) উপরোক্ত বাছাই প্রক্রিয়ার পরও যদি কোন শিক্ষার্থীর মেধাক্রম সমান হয় তবে যার বয়স কম থাকবে তাকে অগ্র অধিকার দেওয়া হবে।
iv) যেকোন কলেজের শুন্য আসন সাপেক্ষে পর্যায়ক্রমে ২য় ও ৩য় মেধা তালিকা প্রকাশ করা হবে। ২য় ও ৩য় মেধাতালিকা প্রনয়ন পদ্ধতি বিস্তারিত জানতে সার্কুলার দেখুন-
জাতীয় বিশ্ববিদ্যালয় Honor'sভর্তি ফলাফল 2020-2021
NU Honor's ভর্তির ফলাফল আবেদন শেষ হওয়ার পরে 10-12 দিনের মধ্যে প্রকাশিত হবে ইনশাআল্লাহ্। আপনি ভর্তি মেধাতালিকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের Website (app1.nu.edu.bd) থেকে ডাউনলোড করতে পারেন। আপনি আমাদের Website থেকেও সমস্ত আপডেট পেতে পারেন। সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপডেট পেতে এবং ভর্তি পুনরায় বইয়ের পিডিএফ ডাউনলোড করতে আমাদের Facebook Page ও Group এ যোগদান করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর-
২. প্রশ্ন- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরবর্তীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যাবে কি না ?
৩. প্রশ্ন- কীভাবে Payment করতে হবে?
Related Tags: National University Admission, Nu admission, admission Circular, national University admission circular , national university admission, nu admission 2021, nu admission, result 2021, nu admission result, nu result 2021, nu admission home, national university, admission 2021, nu admission circular 2021, national university admission result 2021, national university apply, national university admission result, national university form fillup, nubd admission, nu admission apply, nuadmission
Quick Links:
This comment has been removed by a blog administrator.
ReplyDeletePost a Comment