২৮১ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | techedu.gov.bd

 

২৮১ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | techedu.gov.bd

কারিগরি শিক্ষা বিভাগের ২৬১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১ প্রকাশ করা হয়েছে। কারিগরি বিভাগের কাজের বিজ্ঞাপনটি অফিসিয়াল ওয়েবসাইটে www.techedu.gov.bd এ প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরির বিজ্ঞাপন ২০২১ অনুযায়ী ২৪টি বিভিন্ন পদে মোট ২৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব।

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

অস্থায়ী রাজস্ব বিভাগে প্রত্যক্ষ নিয়োগের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য, বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী বিভিন্ন পদে যোগ্যতা ও অভিজ্ঞতার সাথে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন আবেদন প্রক্রিয়া ২০ জুলাই ২০২১ সালে শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়াটি ৩০ জুলাই ২০২১ সালে শেষ হবে। আগ্রহী প্রার্থীরা কারিগরি শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে এবং আবেদন প্রক্রিয়া জানতে এই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন।



  • আবেদন শুরুঃ ০৫ জুলাই ২০২১ (সকাল ১০ঃ০০ টা)
  • আবেদন শেষঃ ৩১ জুলাই ২০২১ (বিকাল ৫ঃ০০ টা)
  • মোট শূন্যপদঃ ২৮১
  • আবেদন ফিঃ ৫৬/- ও ১১২/- টাকা
  • আবেদন লিঙ্কঃ dter.teletalk.com.bd
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.techedu.gov.bd

Click here to see all the ongoing recruitment notifications for 2021

কারিগরি শিক্ষা বোর্ড নিয়োগ ২০২১






  Important Links  

Eligibility For Application 

বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিটি পদের জন্য সমস্ত জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পজিশন অনুযায়ী প্রতিটি পদের জন্য আবেদনের যোগ্যতা হিসাবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আলাদা। আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে উপরের বিজ্ঞপ্তি থেকে তাদের যোগ্যতা যাচাই করা উচিত।

অনলাইনে আবেদন প্রক্রিয়া

আবেদনপত্র পূরণ পদ্ধতিঃ

২৮১ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম এবং পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ: 05 জুলাই 2021, সকাল 10:00 থেকে এবং শেষ সময় 31 জুলাই 2021 বিকাল 5:00 পর্যন্ত।
আপনাকে অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পত্র পূরণ করা

পদ্ধতি নিচে দেখুন- 

  • www.techedu.gov.bd এই লিংকে ক্লিক করে কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে প্রবেশ করুন। 
  • পরবর্তীতে "Apply Now" বাটনে ক্লিক করুন। 
  • তারপর সেখানে যে সকল তথ্য চায় তা সঠিক ভাবে পূরণ করুন। 
  • অনলাইনে আবেদন করতে হলে আপনার ছবি ও Signature আপলোড করতে হবে। 
    ছবি অবশ্যই  (length 300 X width 300 pixels) এবং signature (length 300 X width 60 pixels) সাইজের হতে হবে। 

Note: যেহেতু আবেদন ফর্মের তথ্য পরবর্তীতে সকল ক্রিয়াকলাপে ব্যবহার করা হবে, তাই একজন প্রার্থী তার আবেদন পত্র Submit করার পূর্বে সকল তথ্যের যথার্থতা সম্পর্কে 100% নিশ্চিত হবেন।

আবেদন ফি প্রদান পদ্ধতিঃ

Online-এ আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং সাক্ষর আপলোড করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।

Applicant’s copy -তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ হতে ২০ পর্যন্ত ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা এবং ২১ হতে ২৪ নং পদের জন্য মোট ৫৬/- টাকা অনাধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS: DTER<স্পেস>User ID লিখে send করুন এই 16222 নম্বরে।

[ফিরতি ম্যাসেজে একটা PIN নম্বর পাবেন।]

দ্বিতীয় SMS: DTER<স্পেস>Yes<স্পেস>PIN নম্বর লিখে send করুন এই 16222 নম্বরে।

PIN নম্বর কিংবা User ID ভুলে গেলে করনীয়

যদি User ID জানা থাকে তাহলে, DTER<space>Help<space>User<space>User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।

যদি PIN নম্বর জানা থাকে তাহলে, DTER<space>Help<space>PIN<space>PIN No লিখে 16222 নম্বরে SMS পাঠান।

ফিরতি SMS এ আপনার PIN নম্বর অথবা User ID পেয়ে যাবেন।

সকল ধরেনের চাকরীর আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটিতে চোখ রাখুন- www.admissionzoom.com

0/Post a Comment/Comments