আপনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের Subject সমূহের তালিকা খুজছেন? তাহলে আপনি আমাদের এই পোস্টটি দেখতে পারেন আসা করি আপনার কাজে লাগবে। এখানে আমরা আপনাকে জাবি সকল ইউনিটের Subject সমূহের তালিকা সম্বন্ধীয় সকল তথ্য প্রদান করব। প্রতি বছর জাবি ভর্তি পরীক্ষা হয় তাই প্রত্যেকে অবশ্যই জাবির সকল ইউনিটের বিষয়বলি সম্পর্কে বিস্তারিত ধারনা রাখতে হবে। ইতিমধ্যে জাবি ভর্তি কমিটি তাদের ভর্তি আবেদনের তারিখ প্রকাশ করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন। সব প্রক্রিয়া শেষ করে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয় তালিকা প্রকাশ করেছে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (JU) সকল ইউনিটের Subject সমূহের তালিকা নিচে পাওয়া যাবে।
Jahangirnagar University Short Information-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। এখানে অনেক সংখ্যক শিক্ষার্থী অনার্স ও মাস্টার্স এ পড়ালেখা করছে। প্রতি বছর বিপুল পরিমান শিক্ষার্থী জাবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে । তারা তাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের পছন্দের Subject এ ভর্তি হয়। তাদের পছন্দের বিষয় বেছে নেওয়াতে একটু সাহায্য করার উদ্দেশে আজকে আমাদের এই আয়োজন। চলুন এই সম্পর্কে বিস্তারিত যেনে নেওয়া যাক-
JU Founded: 1970
Phone: 02-7791045
Address: Kalabagan Rd, Savar Union 1342
University Type: Public University
Website: juniv.edu
Jahangirnagar University Subject list
নিচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের subject সমূহের তালিকা প্রদান করা হল-
Jahangirnagar University A unit Subject List
Faculty of Mathematical and Physical
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ শিক্ষা খাতে ব্যাপক ভাবে কাজ করছে। এ জন্য তাদের মেধাবী শিক্ষার্থী প্রয়োজন। তারা মেধাবী শিক্ষার্থীদের খুজতে প্রতি বছর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এবং জাবি বিভাগের কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সমাপ্ত করে। JU A ইউনিট বিষয় তালিকা এখন আমাদের সাইটে পাওয়া যায়। আপনার বিষয় পরীক্ষা করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। নীচে চেক করুন:
- Mathematics (গনিত বিভাগ)
- Statistics ( পরিসংখ্যান বিভাগ)
- Chemistry ( রসায়ন বিভাগ)
- Physics ( পদার্থ বিজ্ঞান বিভাগ)
- Geological Sciences (ভূতাত্ত্বিক বিজ্ঞান)
- Environmental Sciences ( পরিবেশ বিজ্ঞান)
- Computer Science and Engineering (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) / CSE
শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে উপরোক্ত ৭ টি বিষয়ে পড়ালেখা করতে পারবেন।
জাবি A ইউনিটে সর্বমোট ৪২০ টি সিট রয়েছে। তার মধ্যে ২১০ টি সিটে ছেলেরা এবং বাকী ২১০ টি সিট মেয়েদের জন্য বরাদ্দ।
Jahangirnagar University B unit Subject List
Social Science Faculty
জাহাঙ্গীরনগর B ইউনিটের অধিনে সর্বমোট ৬ টি Subject রয়েছে । The subjects are-
- Economics ( অর্থনীতি)
- Geography & Environment ( ভূগোল ও পরিবেশ)
- Public Administration (পাবলিক প্রশাসন)
- Government & Politics ( সরকার ও রাজনীতি)
- Anthropology (নৃবিজ্ঞান)
- Urban & Regional Planning (নগর ও আঞ্চলিক পরিকল্পনা)
শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে উপরোক্ত ৬ টি বিষয়ে পড়ালেখা করতে পারবেন।
Jahangirnagar University C unit Subject List
faculty of Arts and Humanities
জাহাঙ্গীরনগর C ইউনিটের অধিনে সর্বমোট ৭ টি Subject রয়েছে । The subjects are-
- International Relations (আন্তর্জাতিক সম্পর্ক)
- Journalism and Media Studies ( সাংবাদিকতা এবং মিডিয়া স্টাডিজ)
- Bangla ( বাংলা)
- English ( ইংরেজি বিভাগ)
- History (ইতিহাস)
- Philosophy (দর্শন)
- Archaeology (প্রত্নতত্ত্ব)
C1 Unit Subject List
আপনি হয়ত জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা ও নাটকের জন্য বিখ্যাত। আপনি যদি চারু ও কারুকলা Subject টিতে পড়াশোনা করতে চান তবে এই ইউনিটটি আপনার জন্য। এই ইউনিটে দুটি বিষয় আছে- এগুলি হল নাটক ও নাটকীয়তা, চারুকলা।
জাবি C ইউনিটে সর্বমোট 440 টি সিট রয়েছে। All of the seats are divided equally for males and females.
Jahangirnagar University D unit Subject List
Biological Science Faculty
জাহাঙ্গীরনগর D ইউনিটের অধিনে সর্বমোট ৭ টি Subject রয়েছে । The subjects are-
- Botany
- Zoology
- Pharmacy
- Biochemistry & Molecular Biology
- Microbiology
- Biotechnology & Genetic Engineering
- Public Health and Informatics
জাবি D ইউনিটে সর্বমোট 320 টি সিট রয়েছে। All of the seats are divided equally for males and females.
জাবি D ইউনিটের Subject সমূহ দেশ বিখ্যাত। জাবি জীববিজ্ঞান অনুষদ অন্যদের থেকে বেতিক্রম শিক্ষা প্রদান করে থাকে।
Jahangirnagar University E unit Subject List
The business administration faculty
জাহাঙ্গীরনগর E ইউনিটের অধিনে সর্বমোট 4 টি Subject রয়েছে । The subjects are-
- Finance & Banking
- Marketing
- Accounting and Information Systems
- Management Studies
জাবি E ইউনিটে সর্বমোট 200 টি সিট রয়েছে। All of the seats are divided equally for males and females.
Jahangirnagar University F unit Subject List
Faculty Of law and Justice
জাবি F ইউনিটে একটি মাত্র Subject আছে। আইন ও বিচার বিষয়ক Subject।
F ইউনিটে মোট Sit আছে মাত্র ৬০ টি ।
Jahangirnagar University G unit Subject List
Faculty Of business and administration
জাবি G ইউনিটে একটি মাত্র Subject আছে।
G ইউনিটে মোট Sit আছে মাত্র 50 টি ।
Jahangirnagar University H unit Subject List
Institution of Information Technology
H ইউনিটে মোট Sit আছে মাত্র 56 টি ।which are equal for both male and female students.
Jahangirnagar University I unit Subject List
Bangabandhu Comparative literature and Culture.
I ইউনিটে মোট Sit আছে মাত্র 15 টি - which are equal for both male and female students.
This is all about the Jahangirnagar University Subject list. If you have any confusion or found any mistake let us know through comments. We are ready to help you. You can also visit Jahangir Nagar University Website (https://www.juniv.edu) for more details.
Post a Comment