Jahangirnagar University Admission Circular: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২-২০২৩ প্রকাশিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশ করা হবে। এই পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও ভর্তি পরীক্ষার মানবন্টন এবং আবেদনের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ।
Jahangirnagar University Admission Circular 2022-2023
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংক্ষেপে জাবি নামে পরিচিত। এটি দেশের প্রথম সারির একটি অন্যতম বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার সাভারে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম একটি বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউটের অধীনে মোট আসনসংখ্যা ১৮৮৯ টি। তথ্য অনুসারে, ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৬৩ জন ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহন করবেন।
আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা ও ভর্তি পরীক্ষার মানবন্টন এবং আবেদনের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী Timeline | |
---|---|
আবেদনের শুরু | |
আবেদনের শেষ তারিখ | |
ভর্তি পরীক্ষা: | |
প্রবেশপত্র: | |
ভর্তির ওয়েবসাইট লিংক: | আবেদন লিংক |
বিস্তারিত রুটিন | |
প্রবেশপত্র লিংক |
আবেদন ফি
A, B, C & E Unit | 900 Taka |
D Unit | 600 Taka |
Introduction to Units
2021-2022 শিক্ষাবর্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা হবে ৫টি ইউনিটে। প্রার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, নতুন গঠিত ভর্তি ইউনিটগুলি হল-
- A ইউনিট – Mathematical, Physical Science and Institute of Information Technology (IIT) [গণিত, পদার্থবিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষদ ]
- B ইউনিট – Social Science & Law [সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ ]
- C ইউনিট – Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture [শিল্প ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ]
- D ইউনিট – Biological Science [জীববিজ্ঞান অনুষদ ]
- E ইউনিট – Business Studies and Institution of Business Administration (IBA) [ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ]
আবেদনের ন্যূনতম যোগ্যতা
২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সংখ্যা ১০ টি থেকে কমিয়ে ৫ টি করা হয়েছে। বিভিন্ন ইউনিটে আবেদন করতে হলে যেসব যোগ্যতা অবশ্যই থাকতে হবে তা নিম্নে উল্লেখ করা হলোঃ
- A ইউনিট - Mathematical, Physical Science and Institute of Information Technology (IIT) [গণিত, পদার্থবিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষদ]
উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পাড়বে। - B ইউনিট – Social Science & Law [সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ ]
উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান/ বাণিজ্য/ মানবিক শাখায় পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। - C ইউনিট – Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture [শিল্প ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ]
উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান/ বাণিজ্য/ মানবিক শাখায় পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। - D ইউনিট – Biological Science [জীববিজ্ঞান অনুষদ ]
উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পাড়বে। - E ইউনিট – Business Studies and Institution of Business Administration (IBA) [ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ]
বিজনেস স্টাডিজ অনুষদের জন্য উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথক পৃথক ভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ এর জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে ।
ভর্তি পরীক্ষার মানবন্টন
সর্বশেষ নোটিশ অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান ও সময় উভয়ই কমানো হয়েছে । সকল ইউনিটে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট তবে OMR পূরণের জনা আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। MCQ পরীক্ষায় ৩৩% মার্ক না পেলে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে ।
A ইউনিট Mathematical, Physical Science and Institute of Information Technology (IIT)
|
B ইউনিট Social Science & Law
|
C ইউনিট Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture
|
D ইউনিট Biological Science
|
E ইউনিট Business Studies and Institution of Business Administration (IBA) |
|
বিজ্ঞান ও মানবিক শাখা
|
ব্যবসায় শিক্ষা শাখা
|
|
---|
ইউনিট ভিত্তিক পাশ নম্বর
সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যূনতম ৩৩%।
ইউনিট ভিত্তিক বিভিন্ন বিষয়ে ভর্তিতে শর্ত
- A ইউনিট- Mathematical, Physical Science and Institute of Information Technology (IIT): গণিত বিভাগে (Department Of Mathematics) ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন (Department Of Chemistry) বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫০%, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজিতে (IIT) ভর্তির জন্য পদার্থবিজ্ঞান, গণিত ও আইসিটিতে পথকভাবে ন্যনতম ৫০% নম্বর পেতে হবে।
- B ইউনিট- Social Science & Law: আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% নম্বর পেতে হবে।
- C ইউনিট-Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture:বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৪০% এবং বাংলা অংশে ন্যূনতম ৫০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৭০% Marks পেতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক (TR) বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী অংশে ন্যূনতম ৭০% নম্বর পেতে হবে, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০%, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
- D ইউনিট – Biological Science [জীববিজ্ঞান অনুষদ ]ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়ােলজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
- E ইউনিট – Business Studies and Institution of Business Administration (IBA) [ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ]বিবিএ (আইবিএ-জেইউ)-তে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে পৃথকভাবে ন্যূনতম ৪০% নম্বরপেতে হবে।।
বিভিন্ন অনুষদে বিষয়ভিত্তিক আসন সংখ্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউটের অধীনে মোট আসনসংখ্যা ১৮৮৯ টি।
গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ A unit
|
সমাজবিজ্ঞান অনুষদ B unit
|
কলা ও মানবিকী অনুষদ C and C1 Unit
|
জীব বিজ্ঞান অনুষদ D Unit
|
বিজনেস স্টাডিজ অনুষদ
|
আইন অনুষদ
|
আইবিএ অনুষদ
|
আই আই টি
|
আবেদন পদ্ধতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে পারবেন । ভর্তি আবেদনের ওয়েবসাইটের ঠিকানা হল – www.juniv-admission.org । প্রয়োজনীয় তথ্য প্রদান করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ।
Post a Comment